Quantcast
Channel: You searched for চুম্বন | Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 93

নারীর দেহের ৯ টি হট স্পট

$
0
0

স্ত্রীর হাতে চুম্বনআমরা আগের পোস্ট গুলোতে নারীর দেহ যৌনাঙ্গের উত্তেজনা স্থান গুলো নিয়ে কথা বলেছিলাম। এই পোস্ট এ যৌনাঙ্গ ছাড়াও আরো নারীর দেহের ৯ টি হট স্পটের কথা আপনাদেরকে জানাবো। যা আপনার যৌন জীবনের বৈচিত্রময় করে তুলবে।

চুলে হাত বুলানো১। মাথার কেশ বা চুল : নারীর কেশ তাঁর সৌন্দর্য্য বাড়াতেই শুধু সাহায্য করে না বরং তাতে পুরুষের হাতের স্পর্শ পেলে নারী সুখের সাগরে তলিয়ে যান। বিউটি পার্লারে ঘণ্টার পর ঘণ্টা কেশচর্চায় শুধুমাত্র রূপ বাড়ানো হয় না, দুশ্চিন্তা প্রশমনকারী হিসেবেও কাজে দেয়। কপাল থেকে ঘাড় পর্যন্ত কেশদাম ম্যাসাজ করতে পারলে আপনার প্রিয় নারী মজবেনই।

স্ত্রীর কোমরে হাত

২। নারীর কোমর : নারীর কোমর এবং তার নীচের অংশ স্পর্শ করলে নারী শরীরে সুখের ঢেউ খেলে যায় । তবে ভুল করেও এই সময় তাঁর যৌনাঙ্গ স্পর্শ করবেন না। তার জন্য আরও কিছু সময় চাই।

৩। ফিট ম্যাসাজ : ফিট ম্যাসাজের কথা এতকাল গল্পেই পড়েছেন। সঙ্গিনীকে অসীম সুখ দিতে পায়ের গোছ, গোড়ালি, পায়ের পাতা ও আঙুলে ম্যাসাজ করুন।

৪। নারীর কানের লতি : স্ত্রীর কানের লতি কখনও স্পর্শ করেছেন? যদি না করে থাকেন, তাহলে এই দিকে একটু মন দিন। প্রথমে হাল্কা ভাবে আঙুল দিয়ে ছুঁয়ে যান কানের বাইরের অংশ। তারপর জিভ কাজে লাগিয়ে কানের প্রবেশদ্বার ও লতিতে স্পর্শ করুন। দেখবেন সুখস্পর্শে শিউরে উঠছেন প্রেয়সী। সুখের মাত্রা বাড়াতে অল্প কামড়ও বসাতে পারেন কানের লতিতে।

৫। হাতের তালু : আপনি হয়তো কোথায় ঘুরতে গিয়ে নির্জনে স্ত্রীর হাতে ধরে অনেক বসেছেন। জানেন কি, তাঁর হাতের তালুতে সুড়সুড়ি দিলে যৌন উত্তেজনা জাগ্রত হয়? নারীর যৌন চেতনা বাড়িয়ে দিতে তার হাতের তালুতে সুড়সুড়ি দিন।
৬। হাটুর পিছনের অংশ : স্ত্রীর হাঁটুর পিছনের অংশে হাত বোলানোর মতো উদ্ভট চিন্তা বেশির ভাগ স্বামীর মাথাতেই আসে না। একবার চেষ্টা করেই দেখুন না! নারীর ওই স্থানে যুগপত্‍ তর্জনী ও ঠোঁট বুলিয়ে দিতে থাকলে কয়েক মিনিটেই দেখবেন আপনার থেকে আরও কিছু আশা করছেন তিনি।

৭। পিঠের উপরের হাত : সঙ্গিনী পিঠের ওপর আলতো করে হাত রাখলে একই সঙ্গে নারী হৃদয়ে ভরসা ও অনুরাগের ভাব বিস্তার হয়। ঘনিষ্ঠ অবস্থায় তাঁর মেরুদণ্ড বরাবর জিভ বুলিয়ে যান, দেখবে সঙ্গিনীর গায়ে সুখের প্রাবল্যে কাঁটা দিয়ে উঠেছে।

৮। স্বল্প উঁচু কণ্ঠার হাড় বহু নারীর সৌন্দর্যে নয়া মাত্রা যোগ করে। সুযোগ পেলে সেখানে একটু চুমু খান। গলা ও বুকের ওপরের অংশে হাল্কা ছোঁয়ায় নারী হৃদয় বিগলিত হয়, জেগে ওঠে শরীর।

৯। ঘারের তলদেশ : ঘাড়ের তলদেশে সুখস্পর্শ পেতে বিশ্বের বেশির ভাগ নারীই চান। একদা জাপানে নারীদেহের ওই অংশটি দর্শনে পুরুষের যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করত। যৌন অভিযানে দুঃসাহসী হয়ে সঙ্গীনির শরীরের এই অংশে মনোনিবেশ করুন। জিভের ডগা ঠিকঠাক কাজে লাগালে ভালো পুরস্কার পাবেন, নিশ্চিত।

আগের পোস্ট : ২ মিনিটেই স্ত্রীকে চরম উত্তেজিত করার উপায়

প্রিয়  পাঠক/পাঠিকা, আপনাদেরকে জানানোর জন্যই আমাদের এই প্রচেষ্টা। তাই আপনি নিজে জানুন, অন্যকে জানাতে শেয়ার করুন এবং আমার বাংলা পোস্ট.কম এ যোগ দেওয়ার জন্য আপনাদের বন্ধু ও পরিচিত লোকদেরকে আমন্ত্রণ জানান। আমাদের পোস্ট আপনার কাছে কেমন লাগে এবং আমাদের পোস্ট সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে কমেন্ট করুন। আপনার মতামত সাইটের উন্নতির জন্য ব্যবহৃত হবে। আমাদের পাশাপাশি আপনিও লিখুন “আমার বাংলা পোস্ট.কম এ।

The post নারীর দেহের ৯ টি হট স্পট appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 93

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>