Quantcast
Channel: You searched for চুম্বন | Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 93

প্রথম মিলনের নিয়ম-করনীয় ও বর্জনীয়

$
0
0

প্রথম মিলনের নিয়মপ্রথম সহবাসের সময় আপনার স্ত্রী লজ্জায় আড়ষ্ট থাকবে এটাই স্বাভাবিক বিষয়। পরিবার থেকে যদি তা ঠিক করা থাকে তাহলে তো আর কথাই নেই। কোন নারীই অপরিচিত পুরুষের সাথে নিজেকে সহজে মানিয়ে নিতে পারেনা। তাই স্বামীর উচিত নববধূকে একটু সময় দেওয়া। এতে করে নিজেদের পারস্পরিক সম্পর্ক জোড়ালো হবে। সমাজের অনেক পুরুষই তাড়াহুড়া শুরু করে দেয় রজনীর প্রথম রাত্রীতে যৌন মিলন জন্য। যাদের যৌন জ্ঞান স্বল্প তাঁদের মধ্যে এটি সহরাচর দেখা যায়। আমাদের সমাজে এমনও পুরুষ আছে যাদের যৌন সম্পর্কের সম্যক ধারণাও নেই। এসব শ্রেণী পুরুষদের নিকট সঙ্গম শুধু আনন্দের বিষয়। একজন নারী এমনেতেই প্রথম মিলনের ভয়ে সঙ্কোচিত হয়ে থাকে। তারমধ্যে সে যদি দেখে তার সাথে সদ্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া পুরুষটি প্রথম রজনীতে প্রথম দেখাতেই মিলনের জন্য তাড়াহুড়া শুরু করে দিয়েছে তাহলে তার মনে ভয় ভীতি আরো বেড়ে যায়। এতে করে প্রথম রজনীতেই স্ত্রীর ভিতর মনোমালিন্য সৃষ্টি হতে পারে যা পরবর্তীতে দাম্পত্য জীবনে ভয়ে আনতে পারে অশান্তি। তাই বিবাহের প্রথম রজনীতে যৌন মিলনের জন্য তাড়াহুড়া না করে বরং তার সাথে নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। তাঁকে বুঝতে দিন তার সাথে যৌন মিলনই শুধু আপনার কাম্য নয়। বরং আপনি তার ভালো-মন্দ থাকার সব। এরাতে নিজেদের মধ্যে পরিচয়, নিজেদের ভালো লাগা, মন্দ লাগা জানা-শোনা, পরামর্শ-উপদেশ ও গল্প গুজব শেষ হলে পূর্ণ মিলন না করে বরং স্ত্রীকে উষ্ণ আদর করে বিরতি দিতে পারেন।এতে করে তার লজ্জা কেটে যাবে। পূর্ণ মিলন পরবর্তী রাতের জন্য রেখে দিতে পারেন। এতে সেই পূর্ণ মিলনের জন্য মুখিয়ে থাকবে। আর সে যদি মিলনের জন্য আপনাকে আহবান করে তাহলে আপনি তার আহবানে সাড়া দিতে পারেন। এবার জেনে নিন প্রথম মিলনের সময় করনীয় সমূহ…….

০১. মানসিক দুরত্ব ও ভয়ঃ প্রথম মিলনের পূর্বে নিজেদের মধ্যে কথা বলা ও ভাব-বিনিময়ের দ্বারা মানসিক দুরত্ব কমিয়ে আনুন। মিলনের পূর্বে স্ত্রীকে অত্যাধিকভাবে উত্তেজিত করুন। উত্তেজিত করতে স্ত্রীকে চুম্বন, আলিঙ্গন, মর্দন ইত্যাদি করুন। ( বিস্তারিত দেখুন ) এবং যোনিতে পুরুষাঙ্গ প্রবেশের জন্য সঠিক সংঙ্কতের জন্য অপেক্ষা করুন। সে আহ্বান করলে ধীরস্থীর ভাবে পুরুষাঙ্গ যোনিতে প্রবেশ করান। স্ত্রী যাতে ঘাবড়ে না যায় সেদিকে লক্ষ্য রাখুন। প্রয়োজনীয় তাঁকে সাহস দেন। প্রথম মিলনের জন্য যোনির ভিতরের সতীচ্ছদ পর্দা ছেড়ে যাবার কারণে কিছুটা রক্তপাত হতে পারে। রক্ত দেখে ঘাবড়াবে না। এটা অল্পই বের হয়।

০২. স্ত্রীর যৌনাঙ্গে ব্যাথাঃ প্রথম মিলনের কারণে স্ত্রীর যৌনাঙ্গে ব্যথা সৃষ্টি হতে পারে। একজন ডাক্তারের সাথে কথা বলে প্রয়োজনীয় ওষুধ আগ থেকেই সংগ্রহ রাখলে ভালো হয়। যাতে প্রথম মিলনের পরে ব্যথা দেখা দিলে স্ত্রীকে খাওয়ায়ে দিতে পারেন।

০৩. পূর্ণ তৃপ্তিঃ প্রথম মিলনে পূর্ণ তৃপ্তি লাভের চেষ্টা না করাই ভালো। বিড়াল মারার ভুঁইফোঁড় মতবাদে কান দিবেন না। এটা একপ্রকারের রেপ প্রকার যৌন মিলন হয়ে যায়। বাসর রাতে বিড়াল মারার সম্পর্কে বিস্তারিত পড়ুন

০৪. জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ : সন্তান হবার ভয়ে প্রথম মিলনের আনন্দটাই মাটি হয়ে যেতে পারে। তা ছাড়া আপনি যদি একটু দেরিতে সন্তান নিতে চান তাহলে জন্মনিরোধ ব্যবস্থা গ্রহণ করুন। জন্মনিরোধকের জন্য কনডম সহ ইমার্জেন্সি পিল আছে। এসম্পর্কে আরো তথ্য পেতে নীচের টপিক্স গুলো পড়ুন………

০১. কনডম সম্পর্কে আলোচনা।

০২. খাবার বড় বা পিল সম্পর্কে আলোচনা

০৩. পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি

পারিবারিক ও যৌন জ্ঞান বৃদ্ধি করতে আমাদের স্বামী স্ত্রীর বই গুলো পড়ুন। বই গুলো আপনার দাম্পত্য জীবনের সহায়ক হবে বলে আমরা মনে করি। আপনার সুখী-সুন্দর ও হাস্যোজ্জ্বল দাম্পত্ব জীবন কামনায় আমার বাংলা পোস্ট.কম

লিখেছেনঃ সৈয়দ রুবেল (সম্পাদকঃ আমার বাংলা পোস্ট)

The post প্রথম মিলনের নিয়ম-করনীয় ও বর্জনীয় appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 93

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>