Quantcast
Channel: You searched for চুম্বন | Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 93

প্রশ্নঃ অর্গাজম কি? মেয়েদের অর্গাজম ও ছেলেদের অর্গাজমের পার্থক্য কি?

$
0
0

প্রশ্নঃ অর্গাজম কি? মেয়েদের অর্গাজম ও ছেলেদের অর্গাজমের পার্থক্য কি?

উত্তরঃ নারী পুরুষের যৌন মিলনের চরমপুলক বা চরম তৃপ্তি লাভকেই অর্গাজম বলা হয়। পুরুষের অর্গাজম লাভ সহজে হলেও অধিকাংশ নারীর অর্গাজম সহজে লাভ হয় না। যৌন মিলনে সব পুরুষই চরম তৃপ্তি লাভ করতে পারলেও সব অধিকাংশ নারী চরম তৃপ্তি লাভ করা থেকে বঞ্চিত হয়। নারীর অতৃপ্তির জন্য স্বামীর মিলনের অদক্ষতা, কলাকৌশল, যৌন অক্ষমতা ও নারীর মানসিক সমস্যা সহ আরো শারীরিক সমস্যা দায়ী হতে পারে।

অর্গাজম লাভের পার্থক্য

পুরুষের অর্গাজম ঘটে তাঁর বীর্যপাতের মধ্যে দিয়ে। কিন্তু নারীর বেলায় এমনটি ঘটে না। কারণ নারীদের বীর্য নেই। যা আছে তা হচ্ছে পিচ্ছিল পানি জাতীয় পদার্থ। বীর্যতে যেসব উপাদান থাকে সেসব উপাদান নারীর এই পদার্থে থাকে না। তাই এটাকে বীর্যের সাথে তুলনা করা যায় না। এটাকে যৌন স্রাব বলাই ভালো হয়। নারীর অর্গাজম হলে তাঁর দেহেও পুরুষের ন্যায় ক্লান্ত হয়ে যাবে।

নারীর অর্গাজম ঘটাতে পুরুষের উচিত কারণ গুলো খুঁজে বের করা এবং প্রয়োজনে স্ত্রীর সাথে খোলামেলা কথা। স্ত্রীর মানসিক অথবা শারীরিক কোন সমস্যা থাকলে তাঁর চিকিৎসা করা এবং নিজের কোন দুর্বলতা থাকলে তা দূর করার চেষ্টা করতে হবে। প্রয়োজনে যৌন কলা-কৌশলের সাহায্য নিতে হবে। নিজের পরিতৃপ্তি পেলেই চলবে না সাথে স্ত্রীর পরিতৃপ্তির জন্যও তাকে সহযোগিতা করতে হবে। ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রী একে অপরের পরিপূরক এবং একে অপরের অর্ধাঙ্গীনি।

নারীর অর্গাজম লাভের লক্ষণ

নারীরা যৌন মিলনের চরম তৃপ্তি লাভ করলে কিছু লক্ষণ প্রকাশ পায়। যৌন মিলনের সঙ্গিনীর মাঝে এসব লক্ষণ প্রকাশ পেলে বুঝতে হবে নারীর অর্গাজম ঘটতে শুরু হয়েছে। যৌন মিলনের নারীর অর্গাজমের লক্ষণ জানতে নিচের লেখাটি পড়ুন।

পড়ুন >> নারীদের অর্গাজম লাভের লক্ষণ

নারীদের অর্গাজম লাভের গুরুত্ব

নিজের যৌন পরিতৃপ্তি লাভের সাথে স্ত্রীর যৌন পরিতৃপ্তি বা অর্গাজম লাভের চেষ্টা করতে হবে। যৌন মিলনে স্ত্রীর অর্গাজম ঘটানোর ব্যাপারেও ইসলামের নির্দেশনা আছে। স্বামীর সাথে সহবাস করে অর্গাজম লাভ করাও স্ত্রীর প্রাপ্য অধিকারের মধ্যে পড়ে। তাই যৌন মিলনের সময় স্ত্রীর অর্গাজম লাভের ব্যাপারে স্বামীকে কোন অবহেলা করা মোটেও উচিত নয়।

নারীদের অর্গাজম লাভের উপায়

যৌন মিলনের সময় নারীর অর্গাজম লাভের জন্য স্বামীকে কিছু প্রদক্ষেপ গ্রহণ করতে হবে। যৌন মিলনের সময় এই অস্ত্র গুলো প্রয়োগ করলে নারীদেরকে সহজেই যৌন তৃপ্তি বা অর্গাজম ঘটানো যায়। তাই সঙ্গিনীর অর্গাজম ঘটাতে নিচের অস্ত্র গুলো প্রয়োগ করু।

০১। নারীর দেহে যৌন উত্তেজনা জাগ্রত করা। 

স্ত্রীকে বা নারীকে যৌন মিলনের চরম তৃপ্তি ঘটাতে পুরুষের প্রথম প্রদক্ষেপ হচ্ছে নারীর দেহে অধিক যৌন উত্তেজনা জাগানো। স্পর্শ, চুম্বন, আলিঙ্গণ ও শৃঙ্গারের মাধ্যমে নারীর দেহে পূর্ণ মাত্রার যৌন উত্তেজনা জাগ্রত করা যায়। তাই যৌন মিলন শুরু করার আগে এটি ভালো ভাবে প্রয়োগ করুন। নারীর দেহে পূর্ণ মাত্রার যৌন উত্তেজনা জাগলে যৌন মিলন শুরু করার জন্য নারীই পুরুষকে আহ্বান করে। তাই স্ত্রীর আহবান পাওয়ার আগ পর্যন্ত স্পর্শ, চুম্বন, আলিঙ্গন ও শৃঙ্গার চালিয়ে যান। স্পর্শ, চুম্বন, আলিঙ্গন ও শৃঙ্গারের নিয়ম শিখতে নিচের লেখাটি পড়ে নিন।

পড়ুন >> নারীদেরকে স্পর্শ, চুম্বন, আলিঙ্গন ও শৃঙ্গার করার নিয়ম

০২ যৌন মিলনের অধিক সময় নেওয়া

নারীর অর্গাজম ঘটাতে যৌন মিলনের অধিক সময় নিতে হবে। মিলনের শুরুতেই যদি কয়েক মিনিটের মধ্যে বীর্যপাত ঘটিয়ে ফেলেন তাহলে নারীর পূর্ণ মাত্রার অর্গাজম ঘটাতে পারবেন না। আপনার যৌন মিলনের স্থায়িত্বের সময় কম হলে প্রাকৃতিক উপায়ে যৌন মিলনের স্থায়িত্ব বাড়িয়ে নিতে পারেন এবং প্রয়োজনে ডাক্তারের পরামর্শ ও সেবা গ্রহণ করতে পারেন। প্রাকৃতিক উপায়ে যৌন মিলনের স্থায়িত্ব বাড়াতে নিচের লেখাটি পড়ুন।

পড়ুন >> যৌন মিলনের স্থায়িত্ব বাড়ানোর প্রাকৃতিক উপায়

আপনার পুরুষত্বের সমস্যা সমাধানের জন্য ডাক্তারের সাহায্য ও পরামর্শ এবং প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণ করে আপনার যৌন দুর্বলতা কাটিয়ে উঠতে পারেন। আপনার যৌন দুর্বলতার প্রাকৃতিক চিকিৎসা ও যৌনরোগ বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে যোগাযোগ করুন ডাক্তার মনিরুজ্জামান এম ডি স্যারের সাথে। আপনার যৌন সমস্যার সমাধান পেতে নির্দ্বিধায় কথা বলুন 01707330660 (বাংলাদেশ) +601112796062 (মালয়শিয়া) নাম্বারে।

০৩ নারীর অর্গাজম লাভের আসন বা যৌন পজিশন

আপনি জানেন কি নারীদের অর্গাজম লাভের জন্য কিছু যৌন মিলনের পজিশন (আসন) সাহায্য করে? এমনটি আপনি ইতিপূর্বে না জেনে থাকলে ৭ জন নারীর অর্গাজম লাভের গল্প টি পড়লেই আপনি বুঝতে পারবেন নারীদের অর্গাজম লাভের সেক্স পজিশন গুলো সাহায্য করার সম্পর্কে। সম্প্রতি ৭ জন নারী তাদের যৌন মিলনের পূর্ণ তৃপ্তি লাভের আসন ও অর্গাজম লাভের গল্প শেয়ার করেছেন। তাদের আবিস্কৃত অর্গাজম লাভের আসুন গুলো দেখুন এবং স্ত্রীর অর্গাজম লাভের জন্য যৌন মিলনের সময় এই আসন গুলোর দ্বারা যৌন মিলন করু।

দেখুন >> নারীদের অর্গাজম লাভের যৌন মিলনের আসন

০৪ স্বামীর বীর্যপাতের পর করনীয়

পুরুষেরা যৌন মিলনের সহরাচর যে ভুল টি করে  থাকে তা হচ্ছে বীর্যপাতের পর সাথে সাথে স্ত্রীর কাছ থেকে পৃথক হয়ে যাওয়া। এটিও যৌন মিলনের সময় পুরুষদের করা মারাত্মক ভুল গুলো মধ্যে একটি। বীর্যপাতের সময় স্ত্রীকে জড়িয়ে থাকলে এবং বীর্যপাতের পর সাথে সাথে পৃথক না হলে এই পদ্ধতিটিও নারীদের তৃপ্তি লাভের সাহায্য করে।

আরও পড়ুন >> যৌন মিলনের সময় ছেলেদের ভুল সমূহ

নারীর অর্গাজম দিবস 

আমাদের দেশে অর্গাজম দিবস পালন হয়। এইতো সাম্প্রতিক সময়ে এই দিবস টি নারীবাদীরা পালন করেছেন। অর্গাজম দিবস পালন করে কি তাঁরা নারীর অর্গাজম ঘটাতে পারবে? এইসব দুশ্চরিত্র নারীবাদীরা নারীদেরকে বিপথগামী করার জন্য সংসার ভাঙ্গার উৎসাহ প্রদান করে। তাঁরা কথায় ও লিখনির দ্বারা বলে বেড়ায় বাঙ্গালী নারীরা কি পারবে তাঁর যৌন অধিকার নিয়ে আদালত পাড়ায় কথা বলতে নাকী পারবে স্বামীর বিরুদ্ধে মামলা করতে? তাঁরা একথা বলে না যে তোমার স্বামী তোমাকে যৌন সন্তুষ্টি দিতে না পারলে তাঁর চিকিৎসা করাও। চিকিৎসা করে ভালো না হলে ব্যবস্থা নাও। নারীবাদীদেরকে বলি, চাপাবাজি কমিয়ে করেন। কারণ, বাঙ্গালি নারীরা না পারলেও বাংলাদেশী মুসলিম নারীরা ঠিকিই পারবে। কেননা ইসলাম তাঁকে এ স্বীকৃতি অধিকার দিয়েছে। অন্য ধর্মের মতো ইসলাম নারীকে পুরুষের বা স্বামীর দাস বানিয়ে রাখেনি। ইসলামে নারীর যৌন অধিকার সম্পর্কে জানতে নিচের লেখাটি পড়ে নিন।

পড়ুন >> ইসলামে নারীর যৌন অধিকার সমূহ

লিখেছেন ঃ সৈয়দ রুবেল। (প্রতিষ্ঠাতা ও সম্পাদক : আমার বাংলা পোস্ট.কম)

লেখাটি পড়ে আপনার কাছে ভালো লাগলে শেয়ার করুন এবং আপনার মতামত জানাতে কমেন্ট করুন।

The post প্রশ্নঃ অর্গাজম কি? মেয়েদের অর্গাজম ও ছেলেদের অর্গাজমের পার্থক্য কি? appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 93

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>