এই লেখাটি যারা নব-বিবাহিত বা বিবাহ করতে যাচ্ছেন তাদের জন্য অবশ্যই পাঠ্য একটি লেখা। এখানে যৌন কার্যের কিছু গাইড লাইন তুলে ধরা হয়েছে। আশা করি আপনারা উপকৃত হবে।
প্রশ্নঃ কি করে সহবাস করতে হয়?
প্রশ্নঃ কিভাবে সহবাস করতে হয়?
প্রশ্নঃ কিভাবে সেক্স করতে হয়?
উত্তরঃ যারা নতুন বিয়ে করতে যাচ্ছেন সে সমস্ত যুবক যুবতীদের মনে এই প্রশ্ন গুলো ঘুর-পাক খেতে থাকে। তাঁরা চিন্তিত থাকে কি ভাবে কি করতে হয়। এ নিয়ে অনেকেই আবার ভীত হয়ে থাকে। সবচেয়ে ভীত থাকে মেয়েরা। আমাদের কাছে গত মাসে এক যুবতী মেয়ে ম্যাসেজ দিয়ে এসম্পর্কে জানতে চেয়েছেন। তিনি আমাদেরকে এও জানিয়েছেন তিনি নাকি তাঁর বিবাহিত বান্ধবীর কাছে যৌন সম্পর্কে জানতে চাইলে তাঁর বান্ধবী তাকে সেক্স ভিডিও দেখার পরামর্শ দিয়েছেন। আমার এলাকার একটি ভদ্র পরিবারের মেয়ের মোবাইল আসে ইন্টারনেট সংক্রান্ত সমস্যার কারণে। মেয়েটিও খুব ভদ্র। আমি যখন তাঁর মোবাইলের ব্রাউজার ইতিহাস চেক করি তখন দেখতে পায় তিনিও সেক্স ভিডিও খোঁজ করছেন। প্রশ্ন হচ্ছে আসলেই কি সেক্স ভিডিও যৌন শিক্ষার মাধ্যম? উত্তর হচ্ছে না। আপনি সেক্স ভিডিও দেখে কখনও সুস্থ সেক্স জ্ঞান অর্জন করতে পারবেনা। বরং সেক্স ভিডিও গুলো আপনাকে অসভ্যতা আর সীমাহীন নোংরামী শিখাবে এবং স্বামী স্ত্রীর মনের ভিতরে এক প্রকারের হতাশা তৈরী করে তুলবে। বিস্তারিত দেখুন এখানে। সেক্স ভিডিও তে যা দেখানো হয় তাঁর ৮০% ভাগই ধোঁকা-প্রতারণা। এবং অনেক হারাম কাজ দেখানো হয়। তাঁর মধ্যে আছে আবার জঘন্য কাজ কর্ম ও শরীয়ত বিরোধী কাজ যা ইসলাম কখনো সমর্থন করে না। যেমন নারীর মলদ্বার দিয়ে সেক্স করা। এটি ইসলামে সম্পূর্ণ হারাম।( বিস্তারিত দেখুন ) তাঁর মধ্যে আরো আছে নারীর মুখে লিঙ্গ প্রবেশ করিয়ে যোনিপথের ন্যায় সেক্স করা। এটি কি সুস্থ যৌন আচরণ হতে পারে? এক কথায় এটি অসভ্য ও বিকৃত যৌন আচরণ। এ সম্পর্কের পোস্ট গুলো দেখুন এখানে। তাঁর পরে আছে নারী পুরুষের লিঙ্গ চোষে উত্তেজিত করা এবং পুরুষ নারীর যোনি চোষে উত্তেজিত করা। এসম্পর্কেও আমাদের একটি পোস্ট আছে এখানে দেখুন। তাঁর পরে আছে যৌন কার্য করার পরে নারীর মুখে বীর্যপাত করা। আপনি এটিকে কি বলবেন? এদের মতো নিকৃষ্ট ব্যক্তি আর কি কেউ হতে পারে? এদের কর্মকান্ড দেখলে আমার মনে হয়, এরা যা করে শয়তান তা কল্পনাও করে না। সেক্স ভিডিও তে আরো দেখানো পুরুষের অনেক বড় ও মোটা লিংগ এবং সে পুরুষ দীর্ঘক্ষণ সেক্স করে যেতে সক্ষম। আর নারী যৌন সুখে কাতর হয়ে নানান রকম উচ্চস্বরে শব্দ করে। এসব দেখে যখন আমাদের দেশের নারী পুরুষ যৌন মিলন করতে যায় তখন তাদের মনে অসুন্তুষ্ট দেখা দেয়। আসলে সেক্স ভিডিও গুলো তৈরী করা হয় চলচিত্রের মতই। এখানে বাস্তবীক অর্থে তেমন কিছু নেই। এখানে আছে মাস্টার এডিটিং ও মেকাপ। এখানে তাঁরাও অভিনেতা ও অভিনেত্রী। তাদের মধ্যে যারা ভালো কাজ করতে পারে তাদের পর্ণ স্টার বলা হয়। তাই আমার দৃষ্টিতে সেক্স ভিডিও সুস্থ যৌন শিক্ষার মাধ্যম হতে পারে না। তাই একে আমাদের পরিহার করা উচিত। এখন আসি আপনি কিভাবে যৌন কার্য সম্পাদন করবেন। যৌন কার্যের শুরুতেই স্বামী স্ত্রী একে অপরকে আলিঙ্গণ করবেন। বিস্তারিত দেখুন এখানে। তারপর স্ত্রীর ঠোঁট, কপাল, ঘাড়, স্তনে চুম্বন করবেন। স্তনে চুম্বন করার নিয়ম দেখুন এখানে। স্ত্রীকে দ্রুত উত্তেজিত করার নিয়ম দেখুন এখানে। আরো দেখুন সহবাসের সূচনা তে। স্ত্রী উত্তেজিত হয়ে গেলে যোনিপথে লিঙ্গ প্রবেশ করি সহবাস করা শুরু করুন।(যোনিপথ দেখুন এখানে) আস্তে ধীরে লিঙ্গ প্রবেশ করান এবং বাহির করার। সম্পূর্ণ লিঙ্গ বাহির করবেন না। স্ত্রী চাইলে এটি আপনি জোরে জোরেও করতে পারেন যাকে বলা হয় রাফ সেক্স। তবে এটি বিবাহের প্রাথমিক অবস্থায় করবেন না। বিস্তারিত দেখুন এখানে। সহবাসের বিভিন্ন আসন আছে। দেখুন এখানে। সহবাসের কাজ শেষ হলে ফরয গোসল করে নিবেন। এসম্পর্কে জানতে দেখুন এখানে। আশা করি আপনি আমাদের এই পোস্ট থেকে যৌন শিক্ষার প্রাথমিক ধারণা গুলো পেয়েছেন। যৌন সম্পর্কে নানান বিষয় জানতে আপনি আমাদের সেক্স বই গুলো পড়ুন এবং আমাদের যৌন শিক্ষা পেইজে চলে আসুন। এখানেই আছে যৌন সম্পর্কিত হাজারো উপকরণ। এটি আমাদের ব্লগের পেইজ। ফেসবুকের নয়।
লেখকঃ সৈয়দ রুবেল (প্রধানঃ আমার বাংলা পোস্ট)
লেখাটি আপনার বন্ধুদেরকে পড়াতে এটিকে শেয়ার করুন।
সতর্কতাঃ আমরা লক্ষ্য করছি যে আমাদের লেখা সমূহ কপি করে বিভিন্ন ফেসইবুক পেইজ ও নিউস সাইট এবং ব্লগে আমাদের অনুমতি ব্যতিত প্রকাশ করা হচ্ছে । এটি করা থেকে বিরত থাকুন এবং বাংলাদেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হোন। আমাদের কপিরাইট নীতি দেখুন। আশা করি আপনার জন্মগত ফাউন্ডেশন ঠিক থাকলে এ কাজটি করা থেকে বিরত থাকবেন।
The post কি ভাবে সহবাস করতে হয়? appeared first on Amar Bangla Post.