Quantcast
Channel: You searched for চুম্বন | Amar Bangla Post
Viewing all articles
Browse latest Browse all 94

প্রেমের টানে দেওয়াল ও কুকুর চুম্বন

$
0
0
  1. প্রেমের টানে দেওয়াল ও কুকুর চুম্বন
kissing dog
ছবিঃ প্রতীকী!

একবার একলোক মজনুকে দেখল , সে এক কুকুরকে চুমো দিচ্ছে। লোকটা জানতে চাইল, তুমি এমনটা করলে কেন? মজনু জবাবে বলল, কুকুরটা লায়লার গলি হয়ে এসেছে। তাই আমি তাঁর পায়ে চুমো দিয়েছি। এমন মাথা খারাপ লোককে পাগল ছাড়া আর কী বলা হবে!

এক পারস্য কবি কবিতার ছন্দে লিখেছেন—

মজনু লায়লার বাড়ির অলি-গলি দিয়ে ঘুরত আর এই কবিতা পড়—

“প্রদক্ষিণ করি আমি লায়লার ঘরের দেওয়াল,

চুমো দিই কখনো এ দেওয়াল, কখনো ও দেওয়াল।

ব্যথিত করেনি অন্তর মোর ঘরের ভালবাসা,

তাড়িত করেছে ঘরের অধিবাসীর ভালবাসা।”

একবার মজনুর শহরের গর্ভনর চিন্তা করল, যে মজনু ও তাঁর লায়লার প্রেমকাহিনী সারা শহরে ছড়িয়ে পড়েছে, সে লায়লা কতই-না রূপসী; তাঁকে একবার দেখা দরকার। যখন সিপাহীরা লায়লাকে গর্ভনরের সামনে উপস্থিত করল, তখন তিনি এই ভেবে অবাক হলেন যে, লায়লা তো অতি রূপসী কোনো নারী নয়; বরং সাধারণ একজন নারী মাত্র। তখন গর্ভনর অবাক হয়ে তাঁকে জিজ্ঞাসা করলেন—

নয় তো তুমি অন্যদের চেয়ে তেমন কোনো ভালো,

বলে লায়লা, আপনি মজনু নন তাই চুপ থাকাই ভালো।(আশেকে ইলাহী ৫৫)

লেখকঃ মাওলানা যুলফিকার আহমদ নকশবন্দী।

ভাষান্তর ও সংযোজনঃ মাওলানা আলমগীর হুসাইন যশোরী (ভারত)

বইঃ আল্লাহর মহব্বত বই থেকে।

আমাদের মোবাইল ভার্সন

The post প্রেমের টানে দেওয়াল ও কুকুর চুম্বন appeared first on Amar Bangla Post.


Viewing all articles
Browse latest Browse all 94

Trending Articles



<script src="https://jsc.adskeeper.com/r/s/rssing.com.1596347.js" async> </script>