আমেরিকার ইনস্যুরেন্স কোম্পানীর পরিসংখ্যানে প্রকাশ যে, যদি কোন স্ত্রী প্রতিদিন সকালে স্বামীর অফিস যাওয়ার আগে তাকে প্রেম-চুম্বন দিয়ে বিদায় জানায়, তাহলে যাত্রাপথে তাঁর দুর্ঘটনার আশঙ্কা অনেকটা কমে যায় এবং তাঁর আয়ু গড়পড়তা পাঁচ বছর বৃদ্ধি লাভ করে!
হৃদয়ের প্রশান্তি লাভের জন্য স্ত্রীর প্রেম-ব্যবহার নিতান্ত জরুরী জিনিস। তাতে স্বামী সতত প্রত্যেক কর্মে নতুন নতুন অনুপ্রেরণা পায়, কর্ম-সম্পাদনে বড় আনন্দ ও উৎসাহ পায়। তাঁর নিদ্রা ও জাগরণ স্বপ্নময় হয়ে উঠে। কোথায় বলে, ‘নারী-সুখে নিদ্রা যাই, চিত্ত-সুখে গান গাই।’
চুম্বন বিনিময় প্রেমের জগতে একটি সফল আচার। অবশ্য ঘরে অন্য কেউ থাকলে সময় বুঝে তা করা প্রয়োজন।
পশ্চিমাদের মত বেহায়ামি প্রদর্শন করাও কাম্য নয়। আরো পড়ুন